রাজনীতি

বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা | কালবেলা

বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা | কালবেলা


চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (২৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তার কার্যালয়ে ডেকেছেন।

শুক্রবার (২৩ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সাথে দেখা করতে চান।’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা এখনো তাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা বলেছি, দেখা করতে যাব কিনা, তা শনিবার জানাব।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।