বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধার মা মেহেরুন নেসা (৯৫) মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মিরপুরে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য মরহুমার বাসায় যান।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নরসিংদীর শিবপুর নিশ্চিন্তপুর কালিমগর নরলাকপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। নরসিংদীর শিবপুর পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।