রাজনীতি

বিএনপি নেতা মজনুকে দেখতে হাসপাতালে আমিনুল হক 

বিএনপি নেতা মজনুকে দেখতে হাসপাতালে আমিনুল হক 


হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দেখতে গিয়েছিলেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

রোববার (০১ জুন) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মজনুকে দেখতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বিএনপি নেতা আমিনুল হক অসুস্থ রফিকুল আলম মজনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৮ মে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল আলম মজনু। পরে বুকের ব্যথা বাড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।