রাজনীতি

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যুবদলের

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যুবদলের


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়বাদী যুবদল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বুথে এ কার্যক্রম উদ্বোধন করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় মানবিক দুর্যোগে পাশে থাকে। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একইসঙ্গে যুবলদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলোর পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, তার ধারাবাহিকতা আজকে আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে। তার মধ্য ১০ ব্যাগ নেগেটিভ রক্ত সংগ্রহ হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।