রাজনীতি

ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছে : আমিনুল হক

ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছে : আমিনুল হক


বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের মানুষ নির্বাচন চায় না। এমন বক্তব্যের সমালোচনা করে আমিনুল হক বলেন, এ দেশের মানুষ নির্বাচন চায় না, এটা ড. মুহাম্মদ ইউনূসের অভিমত হতে পারে; কিন্তু সারা দেশের সাধারণ মানুষের অভিমত এটা নয়।

তিনি আরও বলেন, ১৭ বছর সাধারণ মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে শুধু ভোট দেওয়ার জন্য। এ দেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে এ দেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে। তারই মতো ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তী সরকারকে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, কারও ক্ষমতার মোহ এ দেশের সাধারণ মানুষকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। এ দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

অন্তর্বর্তী সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য প্রয়োজন হলে বিএনপি এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ। খেলায় শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।