রাজনীতি

মাঠে নামছে ‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’

মাঠে নামছে ‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’


জুলাই-আগস্টে হওয়া গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্ম।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মুসাদ্দিক বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়াও তারা ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই আন্দোলনের আট মাস পার হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও জুলাইয়ের ঘোষণাপত্র এখনো ঘোষণা হয়নি। তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে মাঠে নামতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আজ এ ব্যাপারে একটি বৈঠক করেছি যেখানে বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠন জুনাব, উত্তরার সংগঠক, ঢাকা কলেজের প্রতিনিধি, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ইত্যাদির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যকের সমন্বয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইত্যাদি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা গতকাল উত্তরায় বিক্ষোভ করেছি। এছাড়াও রাবিতে আন্দোলন শুরু হয়েছে। আমরা দেশের সব বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আগামীতে আমরা দেশের সব ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন করব।

এক প্রশ্নের জবাবে মুসাদ্দিক বলেন, আন্দোলন করেই আমরা সরকারকে বাধ্য করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। প্রশাসন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে যার ফলে তারা রাস্তায় নামতে পারছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।