দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী শুক্রবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে আগামীকাল শনিবার ঢাকায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেন।
তিনি বলেন, ইসরায়েল দিনের পর দিন শিশু, নারী ও নিরপরাধ মানুষের ওপর যে পৈশাচিক হামলা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে এক ভয়াবহ কলঙ্ক। এই নির্লজ্জ গণহত্যা বন্ধে বিশ্বের বিবেকবান মানুষদের একসঙ্গে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি হলো গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য আমরা দেশের সব মুসলিম, আলেম-ওলামা, ছাত্র ও জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।