রাজনীতি

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ


চিকিৎসকদের অনুমতি পেয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় গুলশানের বাসায় ফেরেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘গুলশানের ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক ডা. মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখন মহাসচিবের অবস্থা স্টেবল। উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।’

ডা. জাহিদ আরও বলেন, ‘লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির সংবাদ শুনেই উনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।’

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।