সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, বর্তমানে ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত এই যুবদল নেতা। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি আলী আহমদ আলমের অসুস্থতা সম্পর্কে জানতে পারেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এই যুবদল নেতার পাশে থাকার ঘোষণা দেন।
এদিকে, তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন নেতার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এভাবে এগিয়ে আসা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।