রাজনীতি

লামিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি গণতন্ত্রী পার্টির

লামিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি গণতন্ত্রী পার্টির


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া জসিম উদ্দিন হাওলাদারের কন্যা লামিয়াকে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যরিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন সোমবার (২৮ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনে অংশগ্রহণ করে শাহাদাতবরণকারীর কন্যা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এবং পরবর্তীতে আত্মঘাতী হওয়া খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

বিবৃতিতে তারা আরও বলেন, গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ এই নৃশংস, অমানবিক নির্যাতনের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উৎকণ্ঠাও প্রকাশ করেন তারা।

লামিয়াকে ধর্ষণকারীসহ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন গণতস্ত্রী পার্টির শীর্ষ নেতারা। একই সঙ্গে লামিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জানান তারা।

উল্লেখ্য, গত ১৮ মার্চ লামিয়া তার শহীদ পিতা জসিমের কবর জেয়ারত শেষে ফেরার সময় ধর্ষণের শিকার হন। গত শনিবার রাতে ঢাকার বাসায় আত্মহত্যা করেন লামিয়া।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।