রাজনীতি

শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না : সালাহউদ্দিন আহমেদ

শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না : সালাহউদ্দিন আহমেদ


শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না উল্লেখ করে প্রথমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংস্কার চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, চ্যারেটি বিগেইনস এট হোম। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছে, বিদেশভ্রমণ করেছে ২০ বছর এবং এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন। তার (উপদেষ্টা) বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি (নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা) আর কী পরিকল্পনা নিয়ে এসেছেন, জানি না। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টার মধ্যে আছে। যদি শর্ষের মধ্যে ভূত রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না।

এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রধান আলোচক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব। আপনি (প্রধান উপদেষ্টা) যদি না পারেন, আমাদেরকে বলেন। শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐকমত্য সৃষ্টি হবে, সেই সমস্ত সাংবিধানিক সংশোধন নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে-এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন?

তিনি বলেন, কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান- যেগুলো নির্বাহী আদেশে সম্ভব ওইসব করে দেন। জুডিশিয়ারি সংস্কারে তো প্রায় হয়ে গেছে ঐকমত্য, অপেক্ষা করার কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিকের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারি সংস্কার দরকার সেখানে প্রধানত হচ্ছে- একটা জাস্টিস নিয়োগের আইন করা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরো বেশি সংস্কার করা।

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের যেসব সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে, তা উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।