রাজনীতি

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক


চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহরিয়ার হাসান আলভীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার অসুস্থ পিতার খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর বাসভবনে গিয়ে শহীদ আলভীর পিতা মো. আবুল হাসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

এ সময় আমিনুল হক পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি আবুল হাসানের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন।

আমিনুল হক বলেন, শহীদ আলভীর ত্যাগ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। তার পরিবার আমাদের সকলের পরিবার। বিএনপি ও দেশের মানুষ সর্বদা এই পরিবারের পাশে থাকবে।

এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।