গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, শ্রমিকরা আমাদের দেশের উন্নয়নের মেরুদণ্ড। অথচ তাদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাদের বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক র্যালিপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে পুরানা পল্টন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পল্টনের আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির আহ্বায়ক বাবুল বিশ্বাস বলেন, শ্রমিকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। শ্রমিককে অবহেলা করে কখনো উন্নয়ন সম্ভব নয়।