সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা, কৃমি ও কেঁচোতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ।
রোববার (২০ এপ্রিল) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াসার দূষিত পানি, ভয়াবহ স্বাস্থ্য ঝুকিতে নগরবাসী বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফুয়াদ বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা ক্যামেরা এবং মাইকে কথা বলতে চান না তার বড় কারণ দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। ক্যামেরার সামনে কথা বলতে গেলে দুর্নীতির বিষয় ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তারা মুখ খুলতে চান না।
তিনি বলেন, সরকারি কর্মকর্তারা ব্রাজিলের টিমের মতো শট পাশে খেলে। কিছু হলেই অন্যজনকে দোষ চাপিয়ে দেয়।
তিনি আরও বলেন, যখন কোনো সরকারি কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানতে পারবে কে ভালো কে খারাপ, কে কত টাকা নিয়েছে, পাইপ কাজ করছে না কেন, ক্লোরিনের টাকা নিয়ে কী করা হয়েছে সব খোলস বের হয়ে আসবে। সেজন্য আমরা বোধ করছি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে জনমুখী করা দরকার। সরকারি প্রতিষ্ঠান জনগণের সঙ্গে গণ শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।