রাজনীতি

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ


ঐক্যের সময়ে বিভেদ চানা না এবং সামনে বহু লড়াই বাকি আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

রোববার (১১ মে) রাত ১১টা ৫১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘দয়া করে আওয়ামী বাইনারিগুলো প্রচার করে বিভেদে জড়াবেন না। ঐক্যের সময়ে বিভেদ চাই না।’

‘ফ্যাসিস্টবিরোধী ঐক্য যেকোনো মূল্যে আমাদের আরো দৃঢ় করতে হবে। সামনে বহু লড়াই বাকি।’

পরামর্শ দিয়ে তিনি লেখেন, ‘এসি রুমে বসে যদি ফিল করতে না পারেন, তাহলে বের হয়ে শহরের বস্তিগুলোতে এসে ঘুরে যান, নদীভাঙনে ঘরবাড়িহারা মানুষগুলোকে দেখতে আসুন, ফুটপাতে শুয়ে থাকা সর্বস্বহীন মানুষগুলোর গল্প শুনুন।’

বিপ্লবে অংশগ্রহণ নিয়ে হান্নান মাসউদ বলেন, ‘এই বিপ্লব কারো একার না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল শ্রেণি-পেশার, যেখানে রাজনৈতিক কোনো বাইনারি ন্যূনতম ফারাক তৈরি করতে পারেনি।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।