রাজনীতি

সারজিস আলমের সতর্কতা | কালবেলা

সারজিস আলমের সতর্কতা | কালবেলা


জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে সারসিজ আলম লেখেন, ‘আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে, সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।’

এ সময় তিনি একটি ফটোকার্ড যুক্ত করেন। সেখানে লেখা রয়েছে, ‘গুরুত্বপূর্ণ সতর্কতা: আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়।’

‘কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার আহ্বান করছি।’

‘অন্যথায় সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে বলবেন। তখনই সত্য মিথ্যার পার্থক্য সামনে আসবে।’

শেষে তিনি লেখেন, ‘প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।