রাজনীতি

১২ দলীয় জোটের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক বজায় থাকবে : রাশেদ প্রধান

১২ দলীয় জোটের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক বজায় থাকবে : রাশেদ প্রধান


শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়া হলেও জোট নেতাদের সাথে আগামীতেও চমৎকার সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২১ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ১২ দলীয় জোট থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জোট থেকে আমাদের কিছু জানানো হয়নি। সাংবাদিক ভাই এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। জোটের সকলের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জোটের সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা।

এর আগে সোমবার দুপুরে ১২ দলীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোট থেকে জাগপাকে অব্যাহতি প্রদানের খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা, গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য থেকে অব্যাহতি প্রদান করা হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ দলীয় জোটের কোনো দায় থাকবে না।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।