খেলাধুলা

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!


ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের ঝুলিতে এবার যোগ হতে যাচ্ছে এক অচেনা ধনকুবেরের অগাধ সম্পদ! নিজেই বহু শত কোটি টাকার মালিক হয়েও আরও এক বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার পথে দাঁড়িয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো।

অদ্ভুত এই ঘটনাটি রিও গ্রান্দে দো সুলের। সেখানকার ৩১ বছর বয়সী এক ব্যবসায়ী ২০২৩ সালের ১২ জুন নোটারি অফিসে আনুষ্ঠানিকভাবে উইল রেজিস্ট্রি করেছেন। সেই আইনি নথিতেই উল্লেখ—তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি, যার মধ্যে রয়েছে বহু প্রপার্টি, শেয়ার এবং বিনিয়োগ—সবকিছুর একমাত্র উত্তরাধিকারী হবেন ব্রাজিলিয়ান আইকন নেইমার জুনিয়র।

তবে প্রশ্ন উঠেছে কেন নেইমারকে বেছে নিলেন তিনি? নিজেকে গোপন রাখার শর্তে উইল তৈরির এজেন্ট জানান, ‘আমি নেইমারকে পছন্দ করি। তার সঙ্গে নিজেকে মেলাতে পারি। আজকের দিনে খুব কম মানুষই স্বার্থহীন—নেইমার তাদের একজন।’

এছাড়া ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন নেইমারের পারিবারিক সম্পর্কের কথা: ‘তার বাবার সঙ্গে যে সম্পর্ক, তা আমাকে মনে করিয়ে দেয় আমার প্রয়াত বাবার সঙ্গে আমার সম্পর্ককে।’

তবে নেইমারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এই বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। আপাতত তিনি জাতীয় দলে ফেরার স্বপ্নে মনোযোগী এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন।

তবে যে মানুষটি নেইমারকে নিজের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে বেছে নিলেন, তিনি ফুটবলারের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নন। ফলে প্রশ্ন জাগছে—কেন এত বিশাল আস্থা শুধুমাত্র নেইমারের প্রতি?

একে নিছক কাকতালীয় বলা যায় না। হয়তো নেইমারের জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব কোনো এক অচেনা ভক্তের জীবনে রেখে গেছে অমোচনীয় ছাপ। এখন দেখার বিষয়, এই অদ্ভুত উইল কার্যকর হলে নেইমারের জীবনে নতুন অধ্যায় কীভাবে শুরু হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।