খেলাধুলা

অপারেশন টেবিলেই ঝরে গেল প্রতিভাবান আর্জেন্টাইন ফুটবলারের প্রাণ

অপারেশন টেবিলেই ঝরে গেল প্রতিভাবান আর্জেন্টাইন ফুটবলারের প্রাণ


কিছু স্বপ্ন মাঠেই তৈরি হয়, আবার কিছু স্বপ্ন অপারেশন টেবিলেই থেমে যায়। ১৮ বছর বয়স—যেখানে ক্যারিয়ারের সূচনা হবার কথা, ঠিক সেই সময়েই চিরবিদায় নিলেন আর্জেন্টিনার উদীয়মান ফুটবলার কামিলো এনুয়িন। হাঁটুর একটি সাধারণ অস্ত্রোপচারের সময় মৃত্যুবরণ করেন সান তেলমোর এই তরুণ মিডফিল্ডার, যিনি একদিন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন—এমন স্বপ্নই দেখতেন।

বুধবার (২৫ জুন) সার্জারির সময় হৃদয়বিদারক এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগে খেলা ক্লাব সান তেলমো। এনুয়িনের হাঁটুতে মেনিস্কাস ও ক্রুশিয়েট লিগামেন্টে চোট ছিল। যে সার্জারি হাজারো খেলোয়াড়ের উপর নিয়মিতই হয়, সেই সার্জারিই হয়ে উঠল কামিলোর জীবনের শেষ অধ্যায়।

সান তেলমো ক্লাব এক শোকবার্তায় জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের যুব ও রিজার্ভ দলের খেলোয়াড় কামিলো আর্নেস্টো এনুয়িন আজ অস্ত্রোপচারের সময় মারা গেছেন। ক্লাব আজ শোক পালন করছে এবং আমরা তার পরিবার ও সতীর্থদের পাশে আছি এই দুঃসময়ে।’

তবে এখন পর্যন্ত ক্লাব কিংবা স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানায়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানায়, তদন্ত চলছে এবং মৃত্যুর পেছনের বিস্তারিত কারণ শিগগিরই জানা যাবে।

বাম পায়ের এই প্রতিভাবান মিডফিল্ডার ২০২২ সালে সান তেলমোতে যোগ দেন, তার আগে আর্জেন্টিনার দুটি বিখ্যাত ক্লাব—বোকা জুনিয়র্স ও ইনডিপেনদিয়েন্তের যুব একাডেমিতে ফুটবলের বুনিয়াদি শিক্ষা নিয়েছেন।

তরুণ এই প্রতিভার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো আর্জেন্টাইন ফুটবলে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, ‘আমাদের সভাপতি ক্লাউদিও তাপিয়া ও নির্বাহী কমিটির পক্ষ থেকে কামিলো এনুয়িনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

একজন সম্ভাবনাময় ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যু কেবল ক্লাব নয়, গোটা দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি। ফুটবল মাঠে আর দেখা যাবে না কামিলোর দুরন্ত দৌড়, তার স্বপ্নগুলো রয়ে গেল অপূর্ণই—একটি অস্ত্রোপচারের টেবিলে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।