মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্রিকেটারদের মিলনমেলার মাঝেই হয়ে গেল জমজমাট ভোট উৎসব। ক্রিকেটাররা সাবেক-বর্তমান সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন, আর সেই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সাদা পাঞ্জাবি পরে ভোট দিতে আসা তামিমকে ঘিরে ছিল স্বাভাবিকভাবে অতিরিক্ত কৌতূহল। তবে এবারের কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচনে তিনি অংশ নেননি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন।’
তামিমের এ মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার এই সিদ্ধান্ত বিসিবির নির্বাচনের প্রেক্ষাপট থেকে উদ্ভূত। বিসিবির সভাপতি বা পরিচালক হিসেবে নির্বাচিত হলে স্বার্থের সংঘাতের কারণে কোয়াব কমিটিতে থাকা সম্ভব হতো না।
কোয়াবের সভাপতি পদে এবারের প্রতিদ্বন্দ্বিতা সীমিত। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এই পদে লড়াই করছেন। বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।
তামিম মনে করেন, কোয়াব পরিচালনায় কিছু ভুল-ভ্রান্তি থাকলেও আগামী দুই বছরে সেগুলো ঠিক করা সম্ভব, ‘এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, অমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচনটা হয়ে যাক, কমিটি হয়ে যাক। তাদের হাতে দুই বছর সময় থাকবে সব সিস্টেমেটিকভাবে করতে।’
শুধু ক্রিকেটীয় দায়িত্ব নয়, এবার প্রশাসনিক দায়িত্ব নিয়েও তামিম দেশীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন।