সৌদি ফুটবলে আরও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আবারও চুক্তিতে সই করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন এই পর্তুগিজ মহাতারকা, ফলে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগেই দেখা যাবে তাকে।
৪০ বছর বয়সেও অবসর নয়, বরং আরও একবার নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। চুক্তি স্বাক্ষরের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলুন আবারও ইতিহাস গড়ি একসঙ্গে।’
এর আগে চলতি মৌসুমের শেষ ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে মাঠে নেমে অনেকে ধরে নিয়েছিলেন, সেটিই রোনালদোর আল নাসরের হয়ে শেষ ম্যাচ হতে পারে। এমনকি ক্লাবটির ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরোও গত মে মাসে বলেছিলেন, রোনালদোকে ধরে রাখার জন্য প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে আল নাসরকে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন করে চুক্তিতে সই করলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
২০২২ সালে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো যেন নতুন উদ্দীপনায় ফুটবল খেলছেন। গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন, পাশাপাশি সৌদি প্রো লিগের জনপ্রিয়তাও বাড়িয়েছেন বিশ্বজুড়ে।
রোনালদোর এই সিদ্ধান্তে খুশি আল নাসর সমর্থকরা। একদিকে তাদের আইকনিক খেলোয়াড় দলে থাকছেন, অন্যদিকে সৌদি ফুটবলের বিশ্বমঞ্চে অবস্থানও আরও মজবুত হলো।
২০২৭ সালে রোনালদোর বয়স হবে ৪২। তার আগে আরও কত রেকর্ড গড়বেন, কত গোল করবেন—সেটিই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবলের ইতিহাসে তার নাম আরও গাঢ় অক্ষরে লেখা হয়ে যাবে এই নতুন অধ্যায়ের মাধ্যমে।
A brand new chapter begins. Similar ardour, identical dream. Lets make historical past collectively. pic.twitter.com/JRwwjEcSZR
— Cristiano Ronaldo (@Cristiano) June 26, 2025