খেলাধুলা

ইয়ামালকে ছেড়ে রিয়াল তারকার প্রেমে মজেছেন নিকি নিকোল!

ইয়ামালকে ছেড়ে রিয়াল তারকার প্রেমে মজেছেন নিকি নিকোল!


ফুটবল মাঠের মতো প্রেমের মঞ্চেও নাকি শুরু হয়ে গেছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের নতুন লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন বলছে, বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন র‌্যাপার নিকি নিকোলের সম্পর্ক টেকেনি। মাত্র ১৩ দিনের মধ্যেই ব্রেকআপ তাদের। আর এর পেছনে দায়ী রিয়াল মাদ্রিদের নতুন তারকা নিকি নিকোল। ইয়ামালকে ছেড়ে নিকি নাকি মন দিয়েছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর প্রতি!

১৮ বছর বয়সী মাস্তান্তুয়োনো সম্প্রতি রিভার প্লেট থেকে যোগ দিয়েছেন রিয়ালে। বার্সা–রিয়ালের অনুরাগীদের মধ্যে মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এই গুঞ্জন এখন নতুন মাত্রা যোগ করেছে। কারণ, ইয়ামাল ও মাস্তান্তুয়োনো দুজনই সমবয়সী, আর একইসঙ্গে দুজনেই আক্রমণভাগের তরুণ সেনসেশন।

তবে এই খবর ঘিরে ভক্তদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘পুরো সম্পর্ক টিকল না দুই সপ্তাহও!’ আবার অনেকে নিকিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বয়ফ্রেন্ড পাল্টান আমার গোসলের থেকেও দ্রুত।’ অন্যদিকে, একাংশ দাবি করছে—মাস্তান্তুয়োনো ইতোমধ্যেই ফিও অগাস্তিনেল্লি নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত, তাই এ গুঞ্জনে সত্যতা নেই।

নিকোল নিজে এখনও মুখ খোলেননি। তবে ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন শিল্পীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইনস্টাগ্রামে তার অনুসারী ২২ মিলিয়নের বেশি, আর স্পটিফাইতে প্রায় ১৮ মিলিয়ন মাসিক শ্রোতা। উল্লেখ্য, এর আগেও নিকোলকে ঘিরে ফুটবল–সংক্রান্ত প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল—গত বছর তার নাম জড়িয়েছিল চেলসির এনজো ফার্নান্দেজের সঙ্গে।

অবশ্য ইয়ামালের বাবা মুনির নাসরাউই এসব গুঞ্জনকে পাত্তাই দিতে চান না। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এগুলো বাচ্চাদের ব্যাপার। আমি তো ওকে (নিকোলকে) চিনিই না, ওর মুখটাই জানি না।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।