একজন ব্যাটার বৈধভাবে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের এক পেসার এক ওভারে দিয়েছেন ৪৩ রান। কীভাবে ঘটেছে এ ঘটনা সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ৪৩ রান দেওয়া সেই বোলারের নাম ঋষি ভারমান্নি।
মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার ও অরল্যান্ডো গ্যালাক্সির মধ্যকার ম্যাচে ঘটে এ ঘটনা। অরল্যান্ডো দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। আর এই দলের বোলার ভারমান্নিই দিয়েছেন এক ওভারে ৪৩ রান।
আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন ভারমান্নি। প্রথম বলই করেন ‘নো’। পরের বল হয় ওয়াইড। তৃতীয় বল আবারও হয় নো। সেই বলে ছক্কা হাঁকান ব্যাটার। ভারমান্নি তার চতুর্থ বলটিও করেন ‘নো’। এই বলে ব্যাটার নেন ২ রান। পঞ্চম বলে আবার ওয়াইড। ষষ্ঠ বল করেন ‘নো’ হলে, যেটিতে ছক্কাও মারেন ব্যাটার। অর্থাৎ প্রথম ছয় বলের একটিও বৈধ বল করতে পারেননি ভারমান্নি।
সপ্তম বলে এসে বৈধ বল করতে সক্ষম হয় ভারমান্নি, তবে হজম করেন ছক্কা। পরের পাঁচ বল করতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি, মাঝে একটি ‘নো’ বলের পর টানা ৪টি বৈধ ডেলিভারিতে ওভার শেষ করেছেন। সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ৫টি নো, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ মোট ৪৩ রান দেন ভারমান্নি।