খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশকে পাত্তা দিচ্ছেন না লঙ্কান কিংবদন্তি

এশিয়া কাপে বাংলাদেশকে পাত্তা দিচ্ছেন না লঙ্কান কিংবদন্তি


এশিয়া কাপের আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন। মহাদেশীয় এই লড়াইকে ঘিরে বিশ্লেষণ চলছে সব জায়গাতেই। অংশগ্রহণকারী দলগুলোর শক্তি–দুর্বলতা নিয়ে খোলামেলা মত দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তার চোখে বাংলাদেশের সম্ভাবনা আছে, তবে সুপার ফোরের টিকিট মেলাতে পারবে না লিটনরা বলেই মনে করেন এই লঙ্কান ।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন আর্নল্ড। তার মতে, আফগানিস্তানের অগ্রগতি এখন যে কোনো দলের জন্যই বড় হুমকি।

আর্নল্ড বলেন, ‘এটা খুবই কঠিন গ্রুপ, যাকে হালকাভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের বোলিং সবসময়ই শক্তিশালী ছিল। এখন ব্যাটিংয়েও তারা শক্তিশালী হয়ে উঠেছে। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ে নেওয়ার মতো ব্যাটারও আছে তাদের দলে। ফলে তাদের উপরে আলাদা করে নজর রাখতে হবে।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে নজর আছে আর্নল্ডের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়কেও তিনি তুলে ধরেন।

তার ভাষায়, ‘বাংলাদেশ যেকোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তাদের কাছে। তাই এই গ্রুপে শ্রীলঙ্কার কাজটা সহজ হবে না।’

তবে সবকিছু বিবেচনা করেও সুপার ফোরে বাংলাদেশকে দেখছেন না এই সাবেক ব্যাটার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা আরও ভালো ক্রিকেট খেলবে। দলের সবাই নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। তাই আমি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপার ফোরে উঠতে দেখছি।’

একদিকে বাংলাদেশের হুমকির সম্ভাবনা স্বীকার, অন্যদিকে সুপার ফোরে জায়গা না দেওয়ার পূর্বাভাস—আর্নল্ড যেন টাইগারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এখন দেখা যাক, লিটন-তাসকিনরা মাঠে তার এই ভবিষ্যদ্বাণী উল্টে দিতে পারেন কিনা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।