এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এবারের আসরে প্রথমবারের মতো খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
এবারের এশিয়া কাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এছাড়া বাকি আম্পায়াদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।
আসন্ন এই টুর্নামেন্টে সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মুকুল। এই ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বরের পাকিস্তান বনাম ওমান ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।