ওভালের ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল শুভমান গিলের ভারত দল। পঞ্চম দিনের নাটকীয়তায় ঠাসা এই ম্যাচে শেষ উইকেটের জন্য চলছিল দম বন্ধ করা লড়াই। তবে সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন মোহাম্মদ সিরাজ আর বিফলে গেল রুট ও ব্রুকের শতক।
শেষ ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৬৭ রানে। শেষ উইকেট হিসেবে গাস অ্যাটকিনসন বোল্ড হয়ে গেলে ভারতের জয় নিশ্চিত হয়। অথচ একসময় মনে হচ্ছিল রুট (১০৫) ও ব্রুক (১১১) জুটি ম্যাচ হাতছাড়া করে দেবে সফরকারীদের কাছ থেকে।
আকাশ দীপের ব্যাটিং চমক, যশস্বীর দৃঢ়তা
ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল খেলেন অনবদ্য ১১৮ রানের ইনিংস। তার সঙ্গে আকাশ দীপ ৬৬ রান করে সবাইকে চমকে দেন। ওয়াশিংটন সুন্দরও খেলেন ৫৩ রানের ঝড়ো ইনিংস। এই পারফরম্যান্সেই ভারত গড়ে তোলে ৩৯৬ রানের বড় স্কোর, ইংল্যান্ডের সামনে দাঁড় করায় ৩৭৪ রানের চ্যালেঞ্জ।
সিরাজ-কৃষ্ণর বোলিংয়ে জয় নিশ্চিত
শেষ দিনে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। সিরাজ নেন ৫ উইকেট (৫/১০৪), আর কৃষ্ণ ৪টি (৪/১২৬)। ৩০.১ ওভার বল করে সিরাজ শেষ পর্যন্ত উইকেট তুলে নেন অ্যাটকিনসনের, সেই উইকেটেই অবিশ্বাস্য এক ম্যাচ জেতে ভারত।
ইংল্যান্ডের ইনিংসে রুট ও ব্রুক ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। এমনকি এক হাতে ব্যাটিং করতে নামা আহত ক্রিস ওকসও শেষ রক্ষা করতে পারেননি।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
- ম্যাচ: ভারত বনাম ইংল্যান্ড, ৫ম টেস্ট, ওভাল
- ফল: ভারত ৬ রানে জয়ী
- সিরিজ: ২-২ ব্যবধানে সমতা
- ভারতের ইনিংস:
- ১ম ইনিংস: ২২৪
- ২য় ইনিংস: ৩৯৬ (যশস্বী ১১৮, আকাশ দীপ ৬৬, সুন্দর ৫৩)
- ইংল্যান্ডের ইনিংস:
- ১ম ইনিংস: ২৪৭
- ২য় ইনিংস: ৩৬৭ (রুট ১০৫, ব্রুক ১১১)