বার্সার তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামালকে ঘিরে মাঠের বাইরের নাটক যেন থামছেই না। মাত্র দুই দিন আগেই বয়সে বেশ বড় ইনফ্লুয়েন্সারের সঙ্গে ছুটিতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার আলোচনায় এলেন আরও অদ্ভুত কারণে। এবার তার সঙ্গে আলোচনায় নাম উঠে এসেছে স্প্যানিশ পর্নো তারকা ক্লাউডিয়া বাভেলের। এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে থাকা বাভেল এবার মুখ খুলেছেন এবং ইয়ামালের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে ইয়ামাল দাবি করেন, বাভেল তাকে বারবার দেখা করার অনুরোধ করেছিলেন; কিন্তু তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেছেন। তবে বাভেলের ভাষ্যমতে, বাস্তবতা একেবারেই উল্টো।
বাভেল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘২০২৫ সালে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। তবে যেহেতু ইয়ামাল আমাদের সম্পর্ক নিয়ে ‘তারদে এআর’ অনুষ্ঠানে কথা বলেছেন, তাই আমি শ্রদ্ধা ও স্বচ্ছতার সঙ্গে আমার বক্তব্য তুলে ধরছি।’
তিনি বলেন, ‘ইয়ামাল দাবি করেছে, সে তার মায়ের সঙ্গে থাকে; কিন্তু সে আসলে একাই থাকে। সে বলেছে আমাকে প্রত্যাখ্যান করেছে, অথচ সে-ই বারবার যোগাযোগ করতে চেয়েছিল, দেখা করতে চেয়েছিল। সে বলেছে আমাদের দেখা হয়নি, অথচ আমরা একাধিক পার্টিতে একে অপরের মুখোমুখি হয়েছি।’
বাভেল জোর দিয়ে জানান, ‘আমি কখনো কোনো নাবালকের সঙ্গে সম্পর্কে জড়াইনি, কোনো অর্থ বা খ্যাতির উদ্দেশ্যে কিছু করিনি। আমাদের মধ্যে কোনো সাক্ষাৎ বা রোমান্টিক পরিস্থিতিও কখনো ঘটেনি।’
তিনি আরও যোগ করেন, ‘শিরোনামের পেছনে মানুষ থাকে। দয়া করে সম্মান বজায় রাখুন এবং অপমানজনক মন্তব্য বন্ধ করুন।’
এই ঘটনার মাত্র কদিন আগেই ইয়ামালকে ছুটি কাটাতে দেখা যায় আরেক ২৯ বছর বয়সী OnlyFans মডেল ফাতি ভাসকেজের সঙ্গে। যদিও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেন ভাসকেজ। বরং তিনি জানান, সামাজিক মাধ্যমে তাকে ‘হুমকি ও অপমান’ করা হয়েছে এবং এ নিয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন তিনি।
একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বার্সার এই উঠতি তারকা। এখনো মাত্র ১৭ বছর বয়স, তবে আগামী ১৩ জুলাই তার ১৮তম জন্মদিনের পর হয়তো আরও অনেক নতুন গল্প অপেক্ষা করছে তাকে ঘিরে। আপাতত ইয়ামাল ও বাভেলের এই ‘অনলাইন পাল্টাপাল্টি’ কবে থামবে, সেটাই দেখার বিষয়।
29-year-old Claudia Bavel, grownup content material actress, reads WhatsApp messages from a dialog between her and Lamine Yamal on a TV present:
– “Lamine stated to me: ‘Come to my home, I’ve heating.'”
– “I advised him: ‘It could be an excessive amount of as a result of I am about 11 years older pic.twitter.com/QR0AD52ezi
— The Touchline | Soccer Protection (@TouchlineX) June 20, 2025