রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চাইবেন ব্যালন ডি’অরের এই বছরের খেতাব সাবেক সতীর্থ উসমান ডেম্বেলের হাতে উঠুক। প্যারিস সেন্ট জার্মেই ও ফরাসি দলে একসঙ্গে খেলার সুবাদে গড়ে ওঠা বন্ধুত্বকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে এমনই মন্তব্য করেছেন। এমনকি তিনি বলেছিলেন, প্রয়োজনে নিজ হাতে দেম্বেলের বাড়িতে পুরস্কার পৌঁছে দেবেন।
এমবাপ্পে ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানকে জানান— ‘ব্যালন ডি’অর? ডেম্বেলের তা প্রাপ্য। যদি আমার হাতে থাকত, আমি নিজেই তার বাড়িতে গিয়ে পুরস্কার পৌঁছে দিতাম। আশা করি হাকিমিও উপরের দিকের র্যাঙ্কিংয়ে থাকবে।’
২৮ বছর বয়সী উসমান ডেম্বেলে পিএসজির জন্য গত মৌসুমে ইতিহাস রচনা করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। তার অবদানেই প্যারিসিয়ানরা টানা তিনটি শিরোপা জিতে ইতিহাস গড়েছে। এমবাপ্পের মতে, এমন পারফরম্যান্সই তাকে এ বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বানিয়েছে।
কিলিয়ান এমবাপ্পে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমেই ৫৯ ম্যাচে ৪৪ গোল করেছেন এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। তবে ব্যালন ডি’অরের দৌড়ে তিনি নিজেকে বড় ফেভারিট মনে করেন না।
‘ব্যালন ডি’অর আমার হাতে নয়। অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। গোল্ডেন শু আমার হাতের নিয়ন্ত্রণে, কিন্তু ব্যালন ডি’অর অন্যদের ভোটের ওপর নির্ভর করে। জিতলে ভালো, না হলে সমস্যা নেই।’
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে উসমান ডেম্বেলের পাশাপাশি আছেন আশরাফ হাকিমি, ভিতিনহা। বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াও জায়গা করে নিয়েছেন।