খেলাধুলা

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে চলমান বিতর্কে এবার প্রকাশ্যেই পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শনিবার (১৪ জুন) সকালে বাফুফে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই ক্যাবরেরার বিরুদ্ধে সরব হন তিনি।

শাহীন বলেন, ‘আমি আজ এখানে অডিট বা গভর্মেন্ট রিলেশন নিয়ে কিছু বলতে আসিনি। আমি জাতীয় দল কমিটির সদস্য হিসেবে একটা কথাই বলতে এসেছি—জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের এটিই প্রত্যাশা।’

বাফুফের এই সংবাদ সম্মেলনে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ২১ সদস্যের নির্বাহী কমিটি থেকে ১৫ জন সভায় যোগ দিলেও, শাহীনের বক্তব্য ছিল সবচেয়ে বিস্ফোরক। মঞ্চে এক কোণায় গোমড়া মুখে বসে থাকা এই সদস্যের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে যখন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তাকে ভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে অনুরোধ করেন।

শাহীন তার বক্তব্যে জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স, কৌশলগত ভুল ও খেলোয়াড় নির্বাচনে গড়মিলের বিষয়গুলো ইঙ্গিত করে সরাসরি কোচের দায় উল্লেখ করেন। বিষয়টি নিয়ে বাফুফের অন্য সদস্যরা বিব্রতবোধ করেন বলে জানা গেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করব।’

এদিকে, সাংবাদিকদের একাধিক প্রশ্নেও ক্যাবরেরা প্রসঙ্গে সরাসরি উত্তর দেননি সভাপতি। তিনি জানান, ‘এখনই এই বিষয়ে মন্তব্য করা প্রি-ম্যাচিউর হবে। আমাদের জাতীয় দল কমিটি নিয়মিতভাবে পারফরম্যান্স মূল্যায়ন করে, সে প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই ক্যাবরেরার কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ বাড়ছে। শাহীনের এই প্রকাশ্য প্রতিবাদ সেই ক্ষোভেরই প্রতিফলন—যা এখন বাফুফের ভেতরেই নতুন আলোড়ন তুলেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।