পঞ্চম ও শেষ টেস্টের আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। ম্যাচ শুরুর বাকি আর মাত্র দুই দিন, কিন্তু তার আগেই ওভাল মাঠে ঘটেছে এক নাটকীয় ঘটনা। ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের প্রধান কিউরেটর লি ফোর্টিসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে, যার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, যখন ভারতীয় দল অনুশীলনে ছিল। হঠাৎ করেই গম্ভীর রেগে গিয়ে কিউরেটরকে আঙুল তুলতে শুরু করেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, যিনি পরে আলোচনায় যোগ দেন।
তীব্র উত্তেজনার মধ্যেই গম্ভীর কিউরেটর লি ফোর্টিসকে বলেন, ‘তুমি আমাদের কী করতে হবে তা বলার কেউ নও। তুমি শুধু একজন গ্রাউন্ডসম্যান, গ্রাউন্ডসম্যানের মতোই থাকো।’
এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে, এবং বিষয়টি আরও গুরুতর মোড় নেয়।
লি ফোর্টিস প্রথমে গম্ভীরকে এড়িয়ে গিয়ে সিতাংশু কোটাকের সঙ্গে কথা বলেন, কিন্তু গম্ভীর নিজের বক্তব্যে অনড় ছিলেন। পরে দুই পক্ষ আলাদা হয়ে যায় এবং গম্ভীর ফিরে যান অনুশীলন পর্যবেক্ষণে।
এখনও জানা যায়নি ঠিক কী নিয়ে এমন উত্তেজনা তৈরি হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, পিচের অবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধ থেকেই এই উত্তেজনার সূত্রপাত।
ঘটনার পরে গম্ভীরকে ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে, কারণ গ্রাউন্ড স্টাফের এক সদস্য অভিযোগ জানিয়েছেন তিনি গম্ভীরের আচরণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অভিযোগ দায়েরের কথা ভাবছেন। এর উত্তরে গম্ভীরও জবাব দিয়েছেন— ‘যার কাছে যেতে চাও, যাও। রিপোর্ট করো।’
পুরো সিরিজ জুড়ে উত্তেজনার ঘনঘটা লেগেই আছে। লর্ডস টেস্টে শুভমান গিল ইংল্যান্ড ওপেনারদের দেরিতে নামা নিয়ে ক্ষুব্ধ হয়ে গালাগাল করেন। ম্যানচেস্টারেও বিতর্কের কমতি ছিল না—জাদেজা ও সুন্দর শতক ছুঁতে চাইলেও ইংল্যান্ড ম্যাচ ড্র ঘোষণা করতে চেয়েছিল, তা নিয়ে স্টোকসদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
আগামী ৩১ জুলাই শুরু হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্ট। এই মুহূর্তে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ভারত ম্যানচেস্টারে ম্যাচ ড্র করে দারুণভাবে সিরিজে ফিরেছে। ওভালে একাধিক ব্যক্তিগত রেকর্ড, আবেগ, এবং এখন নতুন করে বিতর্ক সব মিলিয়ে—পঞ্চম টেস্টে জমজমাট উত্তেজনার পূর্বাভাসই মিলছে।
VIDEO | Indian staff’s head coach Gautam Gambhir was seen having verbal spat with chief curator Lee Fortis at The Oval Cricket Floor in London forward of the final Take a look at match of the sequence beginning Thursday.
After having drawn the fourth Take a look at at Outdated Trafford, India have an opportunity pic.twitter.com/hfjHOg9uPf
— Press Belief of India (@PTI_News) July 29, 2025