রিয়ালের তরুণ তুর্কি সেনসেশন আরদা গুলেরের একমাত্র গোলেই গেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচটা ছিল একেবারে নিরাসক্ত, তবে গুলেরের প্রথমার্ধের বিস্ময়কর গোলে বাঁচে কার্লো আনচেলত্তির দল এবং এর ফলে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখতে পারলো লস ব্লাঙ্কোসরা।
গুলেরের গোলটি আসে ম্যাচে ধীরগতির শুরুর পর। গুলের দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জড়ান জালে। এরপরই ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ক্লিয়ার করে দেয় গেতাফে ডিফেন্স। প্রথমার্ধে রিয়ালের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া—সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।
দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজের একটি দুর্দান্ত কার্লিং শট গেতাফে গোলকিপার চমৎকারভাবে রক্ষা করেন। অন্যদিকে, গেতাফেও কিছু সুযোগ তৈরি করেছিল, যার মধ্যে মাউরো আরামবারির একটি শট গোলের সামনে ফাঁকা পজিশনে থেকেও পোস্টের বাইরে চলে যায়। খেলার শেষদিকে গেতাফের একটি আক্রমণ ঠেকাতে রিয়াল গোলকিপা থিবো কোর্তোয়া করেন গুরুত্বপূর্ণ সেভ।
এই জয় সত্ত্বেও রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। তবে এই সময়ে ফলাফলই সব, এবং তিন পয়েন্ট পাওয়াটাই মূল লক্ষ্য ছিল। এখন দলটির নজর বড় ম্যাচে—কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে।
রিয়াল ভক্তদের জন্য গুলেরের এই জয়সূচক মুহূর্ত হয়তো অনেকটা স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। তবে সামনেই অপেক্ষা করছে এল ক্লাসিকো!