টানা বৃষ্টির পর অবশেষে স্বস্তির খবর—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে। সকাল থেকে বৃষ্টির কারণে পুরো মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হলেও, উন্নত ড্রেনেজ ব্যবস্থার ফলে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে।
সকাল ১১টা ৫১ মিনিটে মাঠ থেকে দেখা যায় তৃতীয় দিনের জন্য প্রথমবারের মতো পিচ দেখা গেছে। সব কভার সরিয়ে ফেলা হয়েছে, এবং যেহেতু মাঠটি দ্রুত শুকিয়ে যায়, খেলা শিগগিরই শুরু হবে বলে আশা করা হয়।
এর আগে সকাল ১১টা ২৯ মিনিটে বৃষ্টি থেমে যায় এবং মাঠকর্মীরা কভার পরিদর্শন শুরু করেন। মাঠে তখনো আর্দ্রতা ছিল, তবে আবহাওয়া আগের চেয়ে অনেকটাই উজ্জ্বল ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
দিনের সময়সূচি:
খেলা শুরু: দুপুর ১টা
টি ব্রেক: বিকেল ৩:২০
শেষ সেশন: বিকেল ৩:৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
সকাল ৯টা থেকে টানা বৃষ্টিতে হতাশ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। সিলেটে রাত থেকে বৃষ্টি হচ্ছিল এবং সকালেও ছিল হালকা ঝিরঝিরে বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হতে থাকে।
এরই মধ্যে ম্যাচ নিয়ে আলোচনা জমে ওঠে ভক্তদের মধ্যে। কেউ বলছেন, বাংলাদেশ ৩০০-৩৫০ রান করতে পারে, কেউ আবার আশঙ্কা করছেন ২০০ রানের আগেই গুটিয়ে যেতে পারে।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ছিল ৫৭/১ স্কোরে, এবং তারা এখনো জিম্বাবুয়ের ৮২ রানের লিড থেকে ২৫ রানে পিছিয়ে। মেহেদী হাসান মিরাজ দুই বছর পর দেশে ফের একবার পাঁচ উইকেটের কীর্তি গড়েছেন, যদিও বাংলাদেশকে এগিয়ে যেতে হলে আরও শক্ত ব্যাটিং প্রয়োজন হবে বলে মত বিশ্লেষকদের।
আজকের খেলা কতটা সম্পূর্ণভাবে সম্ভব হবে তা এখনও আবহাওয়ার ওপর নির্ভর করছে, তবে আপাতত আশার আলো দেখা যাচ্ছে।