খেলাধুলা

তামিমের সন্ধান চাইল জাতীয় দল

তামিমের সন্ধান চাইল জাতীয় দল


প্রতিদিনের মত ২০ মে সকালে স্বাভাবিকভাবে বাড়ি থেকে স্কুলে গিয়েছিল আব্দুল্লাহ, যার ডাক নাম তামিম। ১৩ বছর বয়সের কিশোরের পরের গল্পটা অস্বাভাবিক—আর বাড়ি ফিরে আসেনি সে। নিখোঁজ হওয়ার পর এ কিশোরকে খুঁজে পেতে সকল চেষ্টাই করছেন পরিবারের সদস্যরা। এবার তামিমের সন্ধান চাইল বাংলাদেশ জাতীয় ফুটবল দলও।

মঙ্গলবার (১০ মে) সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের হাতে ছিল নিখোজ কিশোরের ছবি সম্বলিত ‘তামিম নিখোজ’ লেখা প্লেকার্ড। রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের এই কিশোরকে খুঁজে পেতে অভিনব পন্থাই নেওয়া হল।

আজ জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তার কয়েক মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করেন। এসময় তপু বর্মণের হাতে ছিল ওই প্লেকার্ড। জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ও সেটা হাতে ছিল বাংলাদেশ অধিনায়কের। ফুটবলের কল্যাণে অনেক মানকি দৃশ্যই মঞ্চায়িত হয় বিশ্বজুড়ে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মঞ্চায়িত হল তেমনই এক দৃশ্য। দারুণ এ দৃষ্টান্ত তামিমকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। তামিম ফিরে আসুক পরিবারের মাঝে…!





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।