খেলাধুলা

তিন ছেলের ফুটবল জ্ঞান সম্পর্কে যা বললেন মেসি

তিন ছেলের ফুটবল জ্ঞান সম্পর্কে যা বললেন মেসি


ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানোর পাশাপাশি লিওনেল মেসির ছেলেরা এখন নিয়মিতই ফুটবলের সঙ্গে যুক্ত। খেলার পরে মাঠে বল নিয়ে ছুটোছুটি কিংবা অনুশীলনে অংশ নেওয়ার ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে থিয়াগো, মাতেও আর সিরো—এই তিন ফুটবল-সন্তানের খেলার ধরন কেমন, তা জানা ছিল না কারও। এবার নিজেই তাদের নিয়ে মুখ খুললেন ‘ফুটবল জাদুকর’ মেসি।

‘সিমপ্লেমেন্তে ফুটবলে’ দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘তিনজনই ফুটবল খেলা ভালোবাসে। ওরা সারাদিন বল নিয়েই থাকে, খেলা উপভোগ করে।’ তবে কে সেরা—এই প্রশ্নে কিছুটা মজার উত্তর দিলেন তিনি,

‘ঘরে গেলে ঝাড়ি খাব! একজনের নাম নিলে বাকিরা বলবে, ‘ওর নাম কেন বললে?’ তাই আমি কিছুই বলছি না, হা হা।’

বয়স অনুযায়ী যেমন চরিত্র ভিন্ন, খেলার ধরনেও তেমন পার্থক্য স্পষ্ট। মেসির ভাষায়, বড় ছেলে থিয়াগো (১২) অনেক চিন্তাশীল, গোছানো, মাঝমাঠের খেলোয়াড় টাইপ। এরপর কথা আসে মাতেওর (৯) প্রসঙ্গে, ‘সে ফরোয়ার্ড, গোল করতে পছন্দ করে, সবসময় গোলের কাছাকাছি থাকতে চায়। খেলায় বুদ্ধিমত্তা আছে।’ আর ছোট ছেলে সিরো (৭)? ‘সে সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ, লড়াকু, এক অন এক ডুয়েল পছন্দ করে, নিজের খেলা নিজেই তৈরি করে।’

বাবা মেসিই যখন কিংবদন্তি, তখন অন্য খেলোয়াড়দের ফ্যান হওয়াটা হয়তো একটু ভিন্ন ব্যাপার। কিন্তু ছোটরা যে সবকিছুতেই আগ্রহী, সেটিই জানালেন তিনি। ‘ওরা সবকিছু দেখে। সব খেলোয়াড়কে চেনে—এমবাপে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডভস্কি, লামিন—সবাইকে নিয়ে কথা বলে,’ বলেন মেসি।

শুধু ফুটবল নয়, আমেরিকান ফুটবল নিয়েও রয়েছে ওদের দারুণ আগ্রহ। মেসি বলেন, ‘আমরা সম্প্রতি সুপার বোল দেখতে গিয়েছিলাম। দারুণ একটা অভিজ্ঞতা ছিল সেটা। ওরা সব খেলোয়াড়কেই চিনত, উপভোগ করেছে। এখানে থাকাটা এবং এমন অভিজ্ঞতা পাওয়া দারুণ সৌভাগ্যের।’

মেসির তিন ছেলে ভবিষ্যতে কোন পথে এগোয়, সেটা সময়ই বলবে। তবে বাবার মতো ফুটবলকেই যদি তারা বেছে নেয়, তাহলে ফুটবলবিশ্বে নতুন করে আলো ছড়ানোর অপেক্ষায় থাকবে আরেক ‘মেসি পরিবার’।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।