খেলাধুলা

দুর্দান্ত জোড়া গোল করে আল-নাসরের ত্রাতা রোনালদো

দুর্দান্ত জোড়া গোল করে আল-নাসরের ত্রাতা রোনালদো


সৌদি প্রো লিগে এখনও আশার আলো জ্বালিয়ে রেখেছে আল-নাসর, আর তার পেছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আল-নাসর, আর সেই ম্যাচে জ্বলে উঠলেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আল-রিয়াদ এগিয়ে যায়। আব্দুল্লাহ আল-খাইবারির দূরপাল্লার শট ফেরান বেন্টো, কিন্তু ফিরতি বলে জালে পাঠান ফায়েজ সেলেমানি।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ৫৫ মিনিটে সাদিও মানের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে সহজ এক গোল করেন রোনালদো। এরপর মাত্র ৯ মিনিটের ব্যবধানে আরও একবার জ্বলে ওঠেন তিনি।

৬৪ মিনিটে মানের পাস থেকে আল-রিয়াদের ডিফেন্ডারের ক্লিয়ার করা বল পেয়েই বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বল জড়ান জালে। এই গোল ছিল বিশ্বমানের — ঠিক যেন পুরনো দিনের রোনালদো!

ম্যাচের একদম শেষ সময়ে আল-রিয়াদের ডিফেন্ডার আহমেদ আসিরি লাল কার্ড দেখেন ডুরানের মাথায় আঘাত করে। যদিও এই ম্যাচে ডুরান একদমই ব্যর্থ ছিলেন।

শেষ পর্যন্ত রোনালদোর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর, আর সেই সঙ্গে লিগের শিরোপার ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখলো রোনালদো-মানের দল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।