আর কিছুক্ষণ পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে তার আগে ‘মধুর’ সমস্যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে এটা এমন এক সমস্যা যেটাতে যে কোনো দলই পড়তে চাইবে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি ছিলেন অসুস্থ। সে কারণে একাদশে সুযোগ মেলে সাইফ হাসানের। সুযোগ পেয়ে বাজিমাত করেন তিনি। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেন দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা এই টাইগার ক্রিকেট। অফ স্পিন বল করে দুই উইকেট নেন, পরে ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দেখান নিজের কার্যকারিতা।
দ্বিতীয় ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন শামীম। টাইগার এই ক্রিকেটার সুস্থ হওয়ায় কাকে খেলাবে বাংলাদেশ তা নিয়ে আছে একটা দোলাচল। দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠলেও একাদশে জায়গা পাওয়া সহজ হবে না শামীমের জন্য। কারণ ইতোমধ্যে সাইফ দেখিয়েছেন তিনি জায়গাটা নিতে তৈরি। ক্রিকেটারদের পারফরম্যান্সে একাদশ নির্বাচনে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমন্টে।
বাংলাদেশ দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য এমন মধুর সমস্যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘দলের কথা তো আমি আপনাকে বলতে পারবো না। যেই আসছে যদি পারফর্ম করতে পারে সেটা আসলে দলের ভেতরে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে আসবে। সেটা দলের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। কাজেই আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার দলের জন্য ভালো।’