খেলাধুলা

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা


হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেল শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি আর চরিথ আসালঙ্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে জিতল লঙ্কানরা। এর মাধ্যমে দুই ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ২৭৭ রান। ওপেনার বেন কারানের ৯৫ বলে ৭৯ রানের ধীরস্থির ইনিংসে ভালো শুরু পায় স্বাগতিকরা। মাঝে ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস অবদান রাখলেও ইনিংসের শেষটা জমকালো করে দেন সিকান্দার রাজা। মাত্র ৫৫ বলে ৫৯ রান করে তিনি তুলে নেন বড় সংগ্রহ, যার মধ্যে দুষ্মন্ত চামিরাকে ছক্কা হাঁকিয়ে ৪৯তম ওভার রাঙান তিনি।

লঙ্কান বোলারদের মধ্যে চামিরা ছিলেন সেরা, নেন ৩ উইকেট। আসিথা ফার্নান্দো এক ওভারেই দুই ব্যাটারকে আউট করে শেষ করেন ৯ ওভারে ৬৭ রানে ২ উইকেট নিয়ে।

২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইনিংস গড়েন নিশাঙ্কা। ১৩৬ বলে ১২২ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি, যেখানে ছিল ১৬টি চার। সাদিরা সমারাবিক্রমার সঙ্গে ৭৮ রানের জুটি এবং পরে আসালঙ্কার সঙ্গে ৯০ রানের পার্টনারশিপে ম্যাচের ভিত গড়ে দেন এই ওপেনার।

অন্যদিকে অধিনায়ক আসালঙ্কা খেলেন ৬১ বলে ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস, যা কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও শেষ দিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। ৪৫তম ওভারে নিশাঙ্কা আর ৪৯তম ওভারে আসালঙ্কা আউট হয়ে গেলে শ্রীলঙ্কার জয়টা কিছুটা সময়ের জন্য ঝুলে যায়। তবে কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে সহজেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৭৮ রান তুলে ৫ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। এর ফলে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে – ২৭৭/৭, ৫০ ওভার (বেন কারান ৭৯, সিকান্দার রাজা ৫৯*; দুষ্মন্ত চামিরা ৩/৫২, আসিথা ফার্নান্দো ২/৬৭)

শ্রীলঙ্কা – ২৭৮/৫, ৪৯.৩ ওভার (পাথুম নিশাঙ্কা ১২২, চরিথ আসালঙ্কা ৭১; রিচার্ড নগারাভা ২/৫৩, ব্র্যাড ইভান্স ২/৫৪)

ফলাফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী, সিরিজ ২-০।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।