খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সমালোচনায় বিসিসিআইয়ের কড়া জবাব

পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সমালোচনায় বিসিসিআইয়ের কড়া জবাব


এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে নির্ধারিত ম্যাচকে ঘিরে উঠেছে বিতর্ক ও সমালোচনার ঝড়। জম্মু-কাশ্মীরের পেহেলগামে এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেক ভক্ত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের কোনো সিদ্ধান্ত একক নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতির ওপর নির্ভরশীল।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। কেন্দ্রীয় সরকার যে নীতি নির্ধারণ করবে, সেটিই অনুসরণ করবে বোর্ড। সম্প্রতি যে নীতি কার্যকর হয়েছে, তার অধীনে বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে কোনো বাধা নেই—যদি সেই টুর্নামেন্টে ভারতের অনুকূলে না থাকা কোনো দেশ অংশ নেয়। তবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।’

এশিয়া কাপকে বহুপাক্ষিক প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত করে তিনি আরও যোগ করেন, ‘আইসিসির আয়োজিত টুর্নামেন্টগুলোতে আমাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তাই পাকিস্তানের বিপক্ষে খেলতে আমাদের কোনো বিকল্প নেই। এটা শুধু ক্রিকেট নয়, অন্য খেলাধুলার ক্ষেত্রেও প্রযোজ্য।’

সাইকিয়া সতর্ক করেন, যদি ভারত কোনো দেশকে অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক বহুপাক্ষিক ইভেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। এর ফলে শুধু ক্রিকেট নয়, অ্যাথলেটিক্সসহ অন্যান্য খেলাও ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘ধরা যাক অ্যাথলেটিক্সে ভারতের তারকা নীরজ চোপড়া কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না, কারণ সেখানে শত্রু রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী আছে। যদি সেই কারণে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আসে, তবে সেটা দেশের খেলাধুলার জন্য ভয়াবহ হবে।’

তাই সরকারের নতুন নীতিকে তিনি ‘সুষম ও বাস্তবসম্মত’ উল্লেখ করে বলেন, ‘এ নীতিতে জাতীয় স্বার্থ যেমন রক্ষিত হয়েছে, তেমনি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের পথও খোলা রাখা হয়েছে। বিসিসিআই আনন্দের সঙ্গেই এই নীতি অনুসরণ করছে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।