মাঠে যেন শুধু গোল ঠেকানোই নয়, মনস্তাত্ত্বিক খেলাতেও জিতলেন ভ্যালেন্সিয়া গোলকিপার জিওর্জি মামারদাশভিলি। ম্যাচে রিয়াল যখন পেনাল্টি পায় তখন ভিনিসিয়ুসের সঙ্গে বাজি ধরে বলেছিলেন, ‘তোমার পেনাল্টি আমি ঠেকাবো!’ বাজি ধরলেন ভিনিসিয়ুসও। আর বাকিটা ইতিহাস—বার্নাব্যুর হাজারো দর্শকের সামনে পেনাল্টি বাঁচিয়ে ৫০ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৬৭০০ টাকা) বাজিটাও নিজের করে নিলেন ভ্যালেন্সিয়ার এই জর্জিয়ান গোলরক্ষক। রিয়াল হেরে বসে, আর মামারদাশভিলি হলেন রাতের নায়ক।
লা লিগায় শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার পর রিয়াল পায় পেনাল্টি। স্পট কিক নিতে আসেন ভিনিসিয়ুস, যিনি ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলির সঙ্গে ৫০ ইউরোর এক ব্যতিক্রমী বাজিতে অংশ নেন। শর্ত ছিল—মামারদাশভিলি যদি পেনাল্টি ঠেকান, ভিনিকে দিতে হবে ৫০ ইউরো।
ম্যাচ শেষে মামারদাশভিলি বলেন, ‘আমি ওকে (ভিনিসিয়ুস) বলেছিলাম, বাজি ধরো—তোমার পেনাল্টি আমি রক্ষা করব। সে হেসে রাজি হয়েছিল। এখন আমি জিতে গেছি, কিন্তু ও এখনো টাকা দেয়নি!’ এই মজার গল্পের বাইরেও ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই ২৩ বছর বয়সী গোলরক্ষক।
রিয়াল অবশ্য দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের গোলে সমতা ফেরায়, আর সেই গোলেই তিনি স্প্যানিশ জায়ান্টদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান রোনালদো নাজারিওর পাশে বসেছেন—১০৪ গোল। কিন্তু শেষ হাসি হেসেছে ভ্যালেন্সিয়া। ম্যাচের অতিরিক্ত সময়ে হুগো দুরোর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
এই হারে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এখন তারা ৬৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ভ্যালেন্সিয়া উঠে এসেছে লিগ টেবিলের মধ্যম সারিতে।
উল্লেখ্য, ইউরো ২০২৪-এ ঝলক দেখিয়ে মামারদাশভিলি গত গ্রীষ্মে লিভারপুলে চুক্তিবদ্ধ হন, তবে চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ায় ধারে খেলছেন।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘আমার আদর্শ রোনালদোর রেকর্ড ছুঁতে পারা গর্বের। খারাপ ম্যাচ গেল, কিন্তু আমরা জানি কোথায় উন্নতি করতে হবে। রিয়াল কখনও হারে না। দেখা হবে লন্ডনে’—আর্সেনালের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন তিনি।
ভিনিসিয়ুস হয়তো গোল করেছেন, কিন্তু হার মানতে হয়েছে বাজিতেও, ম্যাচেও। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে একজন—জিওর্জি মামারদাশভিলি।
Mamardashvili: I guess 50 with Vinicius that the penalty will likely be stopped…
he hasn’t given it to me, instructed El Chiringuito. pic.twitter.com/jEOJIXX7lz
— Fabrizio Romano (@FabrizioRomano) April 5, 2025