খেলাধুলা

পোস্টে আটকে গেল মেসি, শীর্ষস্থান হারাল মায়ামি

পোস্টে আটকে গেল মেসি, শীর্ষস্থান হারাল মায়ামি


গোলপোস্ট যেন লিওনেল মেসির শত্রু হয়ে উঠেছিল এই রাতে। দুটি অসাধারণ ফ্রি-কিক — দু’বারই বল লেগে ফিরে এল পোস্টে। আর তাতেই মেজর লিগ সকারে গোলশূন্য ড্র করতে হলো ইন্টার মায়ামিকে শিকাগো ফায়ারের বিপক্ষে। এই ড্রয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানও হাতছাড়া হলো ডেভিড বেকহ্যামের দলের।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লড়াই হলেও গোলের দেখা মেলেনি। ইন্টার মায়ামির রক্ষণের ভরসা হয়ে উঠেছিলেন গোলরক্ষক অস্কার উস্তারি। পুরো ম্যাচে ৭টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ভরাডুবি থেকে রক্ষা করেন তিনি।

অন্যদিকে, একের পর এক সুযোগ তৈরি করেও হতাশ হতে হয়েছে লিওনেল মেসিকে। দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেলেও দুইবারই বল লাগে গোলপোস্টে। বলের মায়ায় বারবার অবাক হয়েছেন গোটা মাঠ। খেলার শেষদিকে লুইস সুয়ারেজ একবার বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেই গোল।

শিকাগো ফায়ারের হুগো কাইপার্স, জনাথন বাম্বা আর ফিলিপ জিঙ্কারনাগেলের আক্রমণভাগ বারবার চাপ সৃষ্টি করলেও, উস্তারির দৃঢ়তায় বেঁচে যায় মায়ামি।

এই ম্যাচের পর টানা দুই ম্যাচ ড্র করল ইন্টার মায়ামি। গত সপ্তাহে টরন্টো এফসি’র সাথে ১-১ গোলের ড্র এবং এবার শিকাগোর মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে হলো। ফলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের চেয়ে এখন ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।