খেলাধুলা

প্রস্তুতি কি শুধু বোলারদের! | কালবেলা

প্রস্তুতি কি শুধু বোলারদের! | কালবেলা


এশিয়া কাপের প্রস্তুতি নিতেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে দুই ম্যাচ শেষে বলা যেতে পারে, এ প্রস্তুতিটা শুধুই বোলারদের! ব্যাটারদের প্রস্তুতির কথা এখনো ভাবছে না টিম ম্যানেজমেন্ট। আবার এভাবেও বলা যায়, সিরিজ জেতাই যেন লিটন দাসদের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। অথচ ব্যাটারদের প্রস্তুতিটা মুখ্য হওয়ার কথা ছিল এই সিরিজে। সিলেটের ব্যাটিংবান্ধব উইকেটে পরপর দুই ম্যাচে টস জেতার পরও বোলিং করার সিদ্ধান্ত অধিনায়ক লিটনের। রীতিমতো অবাক করার মতোই ছিল বললে ভুল হবে না। ব্যাটিংয়ে যেখানে বেশি চোখ রাখার কথা ছিল, সেখানে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিয়ে জেতাই যেন এখন মূল লক্ষ্য!

ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ১৩৬ রানে প্রতিপক্ষকে আটকে দেওয়ার পর ৮ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম চার ব্যাটারেই প্রতিপক্ষের দেওয়া চ্যালেঞ্জ সহজে ছাপিয়ে জয় তুলে আনেন। বোলাররা নিজেদের যথেষ্ট প্রমাণ করেছেন। তাসকিন আহমেদ একাই নিয়েছিলেন ৪ উইকেট। এ ছাড়াও প্রথমবার টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া সাইফ হাসানও নেন দুটি। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১০৩ রানে আটকে দেওয়ার কৃতিত্বও পাবেন বোলারই। এবারও কিন্তু টস জিতে আগে বোলিং নিলেন অধিনায়ক লিটন। কেন এমন সিদ্ধান্ত—সেটা এ রিপোর্ট লেখার সময় অবশ্য জানার সুযোগ ছিল না। ম্যাচ চলছিল, অধিনায়ক ম্যাচেই ব্যস্ত। কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি যে টুর্নামেন্ট—সেখানে কেন বারবার আগে বোলিংই নিতে হচ্ছে! সেটাও আবার একটা ব্যাটিংবান্ধব উইকেটে। নিজেদের বোলিং সামর্থ্য নিয়ে তো প্রশ্ন থাকার কথা ছিল না লিটনদের। তাহলে বোলারদেরই কেন বারবার সামর্থ্যের প্রমাণ দিতে হচ্ছে! সিলেটে গতকাল ১৫ বল বাকি থাকতেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। স্বাভাবিক চোখে সেটাই হওয়ার কথা। বাংলাদেশের বোলাররা যে ডাচদের সামনে কতটা উঁচুমানের, সে কথা তো পরশুই বলেছিলেন ডাচ ব্যাটার নোয়া ক্রোস। আরও একবার তার ছাপ রাখলেন তাসকিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিবরা। ৫ বোলারের সবাই উইকেট পেয়েছেন। যদিও লোকাল বয়খ্যাত নাসুম একাই নেন তিনটি। দুটি করে নেন তাসকিন ও মুস্তাফিজ। আর বাকি একটি করে নেন মেহেদী-সাকিবরা। প্রশ্ন হচ্ছে ১০৩ রান তাড়া করতে নেমে কি প্রস্তুতি নিতে হবে ব্যাটারদের? এ রান তো লিটনদের জন্য মামুলিই হওয়ার কথা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।