হতাশাজনক এক মৌসুমের পর বদল আনতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। সেই লক্ষ্যেই ক্লাবটি এবার দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের গত মৌসুমের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ব্রায়ান এমবেউমোকে। ব্রেন্টফোর্ডের এই ক্যামেরুনিয়ান তারকাকে দলে নিতে ইউনাইটেড ব্যয় করেছে ৭১ মিলিয়ন পাউন্ড—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা!
মূলত ৬৫ মিলিয়ন পাউন্ড (৯৫২ কোটি টাকা) সরাসরি ট্রান্সফার ফি এবং আরও ৬ মিলিয়ন পাউন্ড (৮৮ কোটি টাকা) শর্তসাপেক্ষ বোনাসেই সম্পন্ন হয়েছে এই চুক্তি। সব কিছু ঠিক থাকলে সপ্তাহান্তেই মেডিকেল টেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবেন এমবেউমো।
গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ৩৮ ম্যাচে ২০ গোল করেছেন এমবেউমো। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল মোহাম্মদ সালাহ (২৯), আলেকজান্ডার ইসাক (২৩) ও আর্লিং হল্যান্ড (২২)। শুধু তাই নয়, করেছেন ৮টি অ্যাসিস্টও। এই পারফরম্যান্সেই তাকে ব্রেন্টফোর্ডের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে ধরা হচ্ছে—২৪২ ম্যাচে ৭০ গোল করে ক্লাবটির সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০১৯ সালে মাত্র ৫.৮ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৮৫ কোটি টাকা) ফরাসি ক্লাব ট্রোয়েস থেকে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবেউমো। এরপর থেকেই ক্লাবটির উত্থানের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছিলেন, বিশেষ করে ইভান টনির সঙ্গে গড়া আক্রমণ-যুগল তাকে এনে দেয় আলাদা পরিচিতি।
এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে। একই সঙ্গে ইউনাইটেড কিনেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাথ্যুস কুনহাকেও, যাকে উলভারহ্যাম্পটনের কাছ থেকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৯১৫ কোটি টাকা) কিনেছে ক্লাবটি।
তবে এই পরিবর্তনের ঢেউয়ে বাদ পড়তে যাচ্ছেন কয়েকজন বড় তারকা—মার্কাস র্যাশফোর্ড, টাইরেল মালাসিয়া, অ্যান্থনি, সাঞ্চো এবং গারনাচোকে আগামী মৌসুমের পরিকল্পনায় রাখছেন না কোচ রুবেন আমোরিম।
ম্যানচেস্টার ইউনাইটেড ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকায় এখন এমবেউমো আছেন ষষ্ঠ স্থানে। তার ওপরে আছেন পগবা, অ্যান্থনি, ম্যাগুয়ের, সাঞ্চো ও লুকাকু।
তালিকা: ম্যানইউয়ের ইতিহাসে সবচেয়ে দামি ১০ ট্রান্সফার (প্রায়)
১. পল পগবা – ১১৫০ কোটি টাকা
২. অ্যান্থনি – ১০৪০ কোটি টাকা
৩. হ্যারি ম্যাগুয়ের – ৯৫০ কোটি টাকা
৪. জাডন সাঞ্চো – ৯৩০ কোটি টাকা
৫. রোমেলু লুকাকু – ৯২৫ কোটি টাকা
৬. ব্রায়ান এমবেউমো – ১০৪০ কোটি টাকা
৭. রাসমুস হইলুন্ড – ৯০০ কোটি টাকা
৮. আনহেল ডি মারিয়া – ৮৭০ কোটি টাকা
৯. মাতেউস কুনহা – ৯১৫ কোটি টাকা
১০. কাসেমিরো – ৮৭০ কোটি টাকা
গোল খরা কাটাতে ইউনাইটেডের এই আক্রমণভাগে রদবদল কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে নতুন মৌসুমের আগেই দলটি বুঝিয়ে দিয়েছে—তারা এবার আর কোনো ছাড় দিতে রাজি নয়।
EXCLUSIVE: Manchester United attain settlement with Brentford to signal Bryan Mbeumo. Deal between golf equipment struck at £65m assured + as much as £6m add-ons. 4 instalments. 26yo ahead solely wished #MUFC & transfer from #BrentfordFC now being finalised @TheAthleticFC https://t.co/bnY5b2bt9r
— David Ornstein (@David_Ornstein) July 18, 2025