লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির ৩-০ গোলের হার মেনে নিতে পারেননি লুইস সুয়ারেজ। আর সেই ক্ষোভ থেকেই লিগস কাপ ফাইনালের পর দেখা গেল এক বিতর্কিত দৃশ্য—মায়ামি তারকা প্রকাশ্যে থুতু ছুঁড়লেন সিয়াটলের এক সহকারী কোচের মুখে!
লুমেন ফিল্ডে সাউন্ডার্সের দাপুটে জয়ের পর ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় হাতাহাতিতে। ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচিতে বিশৃঙ্খল হয়ে ওঠে মাঠ। এর মধ্যেই সবচেয়ে কদর্য দৃশ্যের জন্ম দেন সুয়ারেজ—সিয়াটলের সহকারী কোচকে শুধু গালিগালাজই নয়, ক্ষোভের মাথায় তার মুখে থুতু নিক্ষেপ করেন।
সুয়ারেজের পাশাপাশি মায়ামির আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন সংঘর্ষে। বলতাসার রদ্রিগেজ এক সিয়াটল খেলোয়াড়কে আঘাত করেন, আর তুমুল ধস্তাধস্তির মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন টমাস আভিলেস। পরে মার্সেলো ওয়েইগান্দ, রদ্রিগো দে পল ও গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই বিশৃঙ্খলার কারণে সিয়াটলের শিরোপা উদযাপনও কয়েক মিনিট পিছিয়ে যায়।
ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর দল মাঠে যেমন অসহায় ছিল, ম্যাচ শেষে তেমনি ছড়িয়েছে লজ্জাজনক অরাজকতা। লিওনেল মেসি অবশ্য এই বিশৃঙ্খলা থেকে দূরে ছিলেন, তবে তারও হাত ফসকেছে শিরোপা জেতার সুযোগ। ফলে লিগস কাপ শেষ হলো মায়ামির জন্য হতাশা আর কেলেঙ্কারির ছাপ রেখে।
সুয়ারেজের এই নিন্দনীয় আচরণ ঘিরে এখনই শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রতিপক্ষকে থুতু নিক্ষেপের মতো কদর্য আচরণে শাস্তি আসা অবশ্যম্ভাবী। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সামনের ম্যাচগুলোতে নিষেধাজ্ঞাও ঝুলছে এই উরুগুইয়ান তারকার মাথার ওপর।
Luis Suárez appeared to spit on a Seattle employees member after the ultimate whistle within the Leagues Cup Remaining
: @MLS pic.twitter.com/gCMLdbwDlC
— FOX Soccer (@FOXSoccer) September 1, 2025