খেলাধুলা

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের


এশিয়া কাপ ২০২৫–এর উদ্বোধনী ম্যাচে দাপট দেখাল আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে তারা হংকংকে হারিয়েছে ৯৪ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে তোলে ১৮৮/৬। ইনিংসের নায়ক সেদিকুল্লাহ আতাল, যিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। তবে আসল ম্যাচের মোড় ঘোরান আজমাতুল্লাহ ওমরজাই। ২১ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংসে তিনি হাঁকান পাঁচটি ছক্কা ও দুটি চার। আতালের সঙ্গে ওমরজাইয়ের ৮২ রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভিত।

এর আগে আফগানিস্তান শুরুতে ধাক্কা খায়। তিন ওভারের মধ্যে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ (৮) ও ইব্রাহিম জাদরান (১)। তবে মোহাম্মদ নবির ২৬ বলে ৩৩ রানের ইনিংস ও আতালের ধৈর্যশীল ব্যাটিং আফগানদের ফিরিয়ে আনে ম্যাচে।

জবাবে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকং একেবারেই সংগ্রামী ব্যাটিং উপহার দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ৯৪/৯ রানে। বাবর হায়াত একাই লড়াই চালান, ৪৩ বলে ৩৯ রানের ইনিংসে। তবে তার বাইরে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। অধিনায়ক ইয়াসিম মুর্তজা করেন ২৬ বলে ১৬ রান।

আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি নেন দুটি করে উইকেট। রশিদ খান, নূর আহমেদ ও ওমরজাই শিকার করেন একটি করে উইকেট।

হংকংয়ের বোলিংয়ে কিনচিত শাহ ও আয়ুশ শুক্লা নেন দুটি করে উইকেট।

এই জয়ে এশিয়া কাপে শক্তিশালী বার্তা দিল রশিদ খানের দল আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই তারা দেখিয়ে দিল, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে গণনা করার মতো সামর্থ্য রয়েছে তাদের।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।