ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। একাদশে জায়গা পেয়েছেন আলোচিত তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুল ইসলাম।
দীর্ঘ প্রস্তুতি, নানা আলোচনার পর অবশেষে মূল একাদশে জায়গা করে নিয়েছেন এই তিন প্রবাসী। অনেকেই আগে থেকেই ধরে নিচ্ছিলেন হামজা চৌধুরী নিশ্চিতভাবে শুরু করবেন, তবে একই সঙ্গে সামিত ও ফাহমিদুল একাদশে থাকবেন—এটা ছিল অনেকের কাছেই চমক। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রমাণ করলেন, তিনি আস্থা রেখেছেন নতুনদের ওপর।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: মো. সাদ উদ্দিন, তপু বর্মন, তারিক রায়হান কাজী, মো. শাকিল আহাদ তপু
মিডফিল্ড: হামজা চৌধুরী, মো. র্হদয়, সৈয়দ শাহ কাজেম
অ্যাটাকিং মিডফিল্ড/ফরোয়ার্ড: সামিত শোম, ফাহমিদুল ইসলাম, রাকিব হোসেন
বাংলাদেশের একাদশে সবচেয়ে বড় চমক হতে পারে মাঝমাঠে হামজা-সামিত যুগল। এই দুই প্রবাসী ফুটবলারের মধ্যে হামজা ইংলিশ ফুটবলে খেলে আসা একজন অভিজ্ঞ মিডফিল্ডার, অন্যদিকে সামিত কানাডার হয়ে আন্তর্জাতিক ও বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন। এই দুই ফুটবলার আজ প্রথমবারের মতো দেশের জার্সিতে মাঠে নামছেন। তাদের সঙ্গে থাকছেন তরুণ মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম ও আক্রমণভাগে পরিচিত মুখ রাকিব হোসেন।
রক্ষণভাগে আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ তপু বর্মন, সাদ উদ্দিন ও তারিক কাজীর ওপর। গোলবারের নিচে থাকছেন তরুণ ও প্রতিভাবান মিতুল মারমা।
বাংলাদেশের এই একাদশে তরুণ ও অভিজ্ঞতার মিশেল দেখা যাচ্ছে। তবে একই সঙ্গে বোঝা যাচ্ছে কোচের কৌশলগত সাহস। তিন প্রবাসী ফুটবলার একাদশে নেওয়া মানেই রক্ষণাত্মক নয়, বরং এক ধরনের আধুনিক ফুটবল দর্শনের ইঙ্গিত।
অন্যদিকে সিঙ্গাপুর শক্তিশালী প্রতিপক্ষ হলেও দেশের মাটিতে বাড়তি উন্মাদনার জোরে আজ ভিন্ন কিছু দেখাতে পারে লাল-সবুজরা—এমনটাই আশা করছেন সমর্থকরা।
স্টেডিয়াম এলাকায় দুপুর থেকেই দেখা গেছে হাজারো দর্শকের ঢল। টিকিট নিয়ে নানা বিতর্কের মাঝেও মাঠে উপস্থিতির চিত্রই বলে দিচ্ছে, ফুটবল ঘিরে দেশের মানুষের আবেগ কতটা প্রবল।
এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ে সেই আবেগের প্রতিদান পাওয়ার। হামজাদের এই যাত্রা কি শুরু হবে জয় দিয়ে? উত্তর পাওয়া যাবে আজ সন্ধ্যা ৭টায়।