খেলাধুলা

বাজে দিনের পরও ব্যাটারদের পাশে সাদমান

বাজে দিনের পরও ব্যাটারদের পাশে সাদমান


কলম্বোয় কঠিন এক দিন পার করেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিন্তু তবুও ব্যাটারদের পক্ষে অবস্থান নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। কলম্বো টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৪৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার মনে করেন, ভুল শটের দায় ব্যাটারদের ইচ্ছাকৃত নয়, বরং দিনটি ছিল ‘দুর্ভাগ্যজনক’।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘শট না খেললে রান হবে না। গলে আমরা যেসব শট খেলেছিলাম, সেগুলোই এখানে খেলেছি—সেখানে বাউন্ডারি হয়েছে, আজ দুর্ভাগ্যক্রমে হয়নি। এটা ক্রিকেটেরই অংশ।’

প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল একাধিক ভালো শুরু—মুশফিক (৩৫), লিটন (৩৪), মিরাজ (৩১), মুমিনুল (২১)। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সাদমান স্বীকার করলেন, ‘কিছু শট হয়তো ভুল ছিল। তবে উইকেট খুব ধীর গতির ছিল। সকালে বল খুব একটা নড়াচড়া করছিল না, তবুও আমরা উইকেট দিয়ে এসেছি। আশা করি দ্বিতীয় ইনিংসে এমন হবে না।’

প্রথম দিনের খেলার মাঝে বৃষ্টির দীর্ঘ বিরতি ব্যাটারদের ছন্দে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সাদমান। ‘বিরতির পর আবার সেট হতে হয়, সেটা সহজ না। এমনিতে কেউ ইচ্ছা করে আউট হতে চায় না। দিনটা হয়তো আমাদের ছিল না।’

এছাড়া প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলার কিছু নেই বলে জানান সাদমান। ‘পিচে তেমন কিছু দেখিনি, যাতে বলি সিদ্ধান্তটা ভুল ছিল। উইকেট স্লো ছিল। যদি ২৭০-২৮০ রান তুলতে পারি, তাহলে এটা ভালো স্কোর হবে।’

লঙ্কান কোচের চোখে ‘অস্বাভাবিক’ পিচ

এদিকে শ্রীলঙ্কার বোলিং কোচ থিলিনা কাণ্ডাম্বি জানান, এসএসসি-র উইকেটের আচরণ তাকে অবাক করেছে। ‘১৫ বছরের ক্যারিয়ারে এমন উইকেট কমই দেখেছি। বাউন্স ছিল অনিয়মিত, বল থেমে আসছিল।’

তিনি প্রশংসা করেছেন দলের পেসারদের, যারা ধারাবাহিকভাবে ডিসিপ্লিনড বোলিংয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

প্রধান স্পিনার প্রভাথ জয়াসুরিয়ার ফর্ম খারাপ হলেও তার উপর আস্থা রাখছেন কাণ্ডাম্বি, ‘ও একটু ছন্দহীন, তবে ওর অভিজ্ঞতা আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি, ও ফিরে আসবে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।