আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কিংবদন্তির অভাব নেই। সেই কিংবদন্তির মধ্যে সবার উপরের দিকেই রাখতে হবে লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনাকে। এবার ৩৮তম জন্মদিনের পর সেই কিংবদন্তি ম্যারাডোনার মতো লিওনেল মেসিকে তার বাল্যকালের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ দিল ব্যতিক্রমী উপহার—তার নামাঙ্কিত একটি স্ট্যান্ড।
নিউওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়াম এস্তাদিও মার্সেলো বিয়েলসায় উন্মোচিত হয়েছে নতুন ‘লিওনেল মেসি স্ট্যান্ড’। ছোটবেলায় এই ক্লাবের একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল মেসির। এরপর মাত্র ১৩ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন স্পেনের বার্সেলোনায়, যেখানে তার কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের ভিত্তি গড়ে ওঠে।
ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘কোলোসো যুক্ত করলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো, দুই ফুটবল কিংবদন্তি এখন একই ঘরে—আমাদের ঘরে।’ উল্লেখ্য, এই স্টেডিয়ামের অন্য একটি স্ট্যান্ড এরই মধ্যে ‘পেলুসা’ নামে পরিচিত, যা ম্যারাডোনার ডাকনাম। আর পুরো স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার নামে।
এমন সম্মান পাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে মেসির নিউওয়েলসে প্রত্যাবর্তনের সম্ভাবনা। ক্লাব প্রেসিডেন্ট ইগনাসিও অ্যাস্তোরে সম্প্রতি দাবি করেছেন, ‘আমি জানি, মেসি ফিরে আসতে চায়।’
তবে বিষয়টি নির্ভর করছে মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির ওপর, যা ২০২৫ সালের শেষে শেষ হবে।
বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু নিউওয়েলস সমর্থকরা আশায় বুক বেঁধেছেন, হয়তো ক্যারিয়ারের শেষ অধ্যায়টা তিনি লিখবেন রোসারিওর এই প্রিয় ক্লাবেই।
একদিকে ম্যারাডোনা, অন্যদিকে মেসি—একই ছাদের নিচে দুই যুগের দুই কিংবদন্তি। নিউওয়েলসের জন্য এ যেন গর্বের চূড়ান্ত প্রকাশ।
Hoy, el Coloso escribe una nueva página ️Por primera vez, los dos nombres más poderosos de la historia del fútbol viven en una misma casa: LA NUESTRA.️ pic.twitter.com/Q5I0jfMI4h— Newells Outdated Boys (@Newells) June 24, 2025