সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেঙ্গালুরের সেন্টার অফ এক্সেলেন্সে রোহিত শর্মা থেকে শুভমান গিল প্রত্যেকেই সেই পরীক্ষা দিয়েছেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
পরিবারের সঙ্গে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন কোহলি। সেখান থেকেই ফিটনেস টেস্ট দিয়েছেন। কোহলির এভাবে ফিটনেস টেস্ট দেয়া নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। প্রশ্ন ওঠে, কোহলির জন্য কি তবে আলাদা নিয়ম? এই পরিস্থিতিতে কোহলির ফিটনেস নিয়ে মন্তব্য করেছেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। জানান, ইংল্যান্ড থেকে তাকে ফিটনেস নিয়ে ‘টেস্ট স্কোর’ পাঠিয়েছেন কোহলি।
এক সাক্ষাৎকারে সুনীল ছেত্রী বলেন, ‘কিছুদিন আগে লন্ডনে কোহলি কিছু পরীক্ষা করিয়েছিল। সেগুলোর স্কোর সে আমাকে পাঠিয়েছে। এমন মানুষের সঙ্গে সম্পর্ক থাকা ভালো। খারাপ সময়ে যখন আপনি হতাশ বোধ করেন, তখন আপনি তাদের কথা বলেন। সবাই বিরাট কোহলি বা রোনালদো হতে চায়। এই দু’জন যেভাবে ফিট থাকে, তা অবিশ্বাস্য।’
রোনালদো এবং কোহলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন ছেত্রী। এ প্রসঙ্গে ভারতের কিংবদন্তি এই ফুটবলার বলেন, ‘দূর থেকে আমি রোনালদোকে দেখে শিখি। বিরাটকে কাছ থেকে চিনি। দু’জনের মধ্যে মিল হলো, ওরা ইতোমধ্যে যা অর্জন করেছে তাতে খুশি নয়। এটাই ওদেরকে বাকি সবার চেয়ে আলাদা করেছে। এটাই ওদের এতদিন ধরে সফল থাকার মন্ত্র। যা বজায় রাখা সহজ নয়।’
উল্লেখ্য, চলতি বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। তার আগে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও বিদায় নিয়েছিলেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে এখনও ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা।