খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ


টানা তিন ম্যাচ জয়ের পর নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সম্ভবনা ছিল প্রবল। সবার আগেই ভারতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতেন তারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষাটা বেড়ে গেল। অন্যদিকে টানা চার ম্যাচ জিতে সবার আগে ভারতের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। এতে করে জ্যোতিদের সামনে এখন সমীকরণ হচ্ছে, শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই মিলবে বিশ্বকাপে খেলার সুযোগ। অবশ্য হেরে গেলেও যে বাদ পড়ে যাবেন বিষয়টা তেমন না। সমীকরণের ফাঁকফোকরে সুযোগ বেশিই আছে জ্যোতিদের সামনে।

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছিল পাকিস্তান। পয়েন্ট টেবিলে এখন ৪ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। পরের ধাপেই বাংলাদেশের অবস্থান। ৪ ম্যাচে ৬ পয়েন্টে জ্যোতিরা আছেন দ্বিতীয়স্থানে। তিনে ও চারে থাকা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সমান ম্যাচে যৌথভাবে ২ পয়েন্ট কমে আছে বাংলাদেশের থেকে। তবে রানরেটে জ্যোতিদের অবস্থান খুবই পোক্ত বলাই চলে। ৬ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকা বাংলাদেশের রানরেট এখন +১.০৩৩। স্কটল্যান্ড ও উইন্ডিজের রানরেট যথাক্রমে +০.১৩৬ এবং -০.২৮৩। এ ছাড়াও তলানীতে থাকা আয়ারল্যান্ড ও থাইল্যান্ড ইতিমধ্যে ছিটকে গেছে। শুধু আনুষ্ঠানিকতার ম্যাচগুলো খেলছে তারা।

এবার হিসেব দেখলে বুঝা যাচ্ছে পাকিস্তানকে হারালেই কোনো সমীকরণ ছাড়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। সেজন্য আগামীকাল সকালের ম্যাচটি গুরুত্বপূর্ণই জ্যোতিদের জন্য। কিন্তু হেরে গেলেও সম্ভাবনা শেষ হচ্ছে না। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের ফল থেকে নিশ্চিত হবে স্কটিশদের সম্ভাবনা। যদিও এর জন্য বিশাল ব্যবধানে জিততে হবে তাদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগে ব্যাটিং করা স্কটিশদের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ২৫ রান। অর্থাৎ তাদের সম্ভাবনা প্রায় শেষ বলাই চলে। আর উইন্ডিজকে কাল দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিততে হবে, শুধু জেতাই নয় বিশাল ব্যবধানে জিতে আবার বাংলাদেশের বড় ব্যবধানে হারের কামনা করতে হবে। সবমিলিয়ে জ্যোতিদের বিশ্বকাপ খেলার সম্ভাবনাই বেশি জিয়ে থাকল বলা যায়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।