খেলাধুলা

বিশ্ব রেকর্ড গড়তে মেসিকে পেছনে ফেলা রোনালদোর দরকার আর ২ গোল

বিশ্ব রেকর্ড গড়তে মেসিকে পেছনে ফেলা রোনালদোর দরকার আর ২ গোল


আবারও ভক্তদের মধ্যে সেই পুরোনো বির্তক শুরু। লিওনেল মেসি নাকি রোনালদো, কে সেরা? পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স যেন কেবলই সংখ্যা। ৪০ বছর বয়সে এসে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী মেসিকে।

শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৮, মেসির ৩৬টি। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের বিশ্বরেকর্ড (৩৯ গোল) ভাঙা থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো। যেভাবে রোনালদো এই বয়সেও এসে গোল করে যাচ্ছেন তাতে কত দ্রুত রুইজের রেকর্ড ভেঙে নিজের করে নেন সেটিই দেখার বিষয়।

আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইয়ে গোলের দিকে বিশ্বকাপজয়ী মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রোনালদো ও মেসির গোল ছিল সমান ৩৬টি। জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি, যেখানে মেসির গোল ১১৪টি।

আর্মেনিয়া ম্যাচের ২০ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। পেদ্রো নেতোর বাড়ানো বল কাছ থেকে ঠেলে দেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। মাঠে ফিরেই এক মিনিট না যেতেই দুর্দান্ত ভলিতে জালের দেখা পান রোনালদো। আর্মেনিয়ার গোলরক্ষক কিছুই করতে পারেননি। রোনালদের জোড়া গোলের দিন বড় জয় পায় পর্তুগালও।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।